বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, 'মানসম্মত উচ্চশিক্ষার প্রতি সবাইকে গুরুত্ব দিতে হবে। কোনোভাবে ইউনিভার্সিটির দেওয়া ডিগ্রি যেন নাম সর্বস্ব না হয়। প্রযুক্তির কল্যাণে পৃথিবী এখন হাতের মুঠোয়। ঘরে বসেই পৃথিবীর সব কাজ করা যায়। তাই বসে না থেকে নতুন কিছু করার ইনোভেশনের উপর জোর দিতে হবে।' 

শনিবার চন্দনাইশের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিং হাজারী, বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার আফনির আহমেদ হাসনাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসাইন প্রমুখ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, 'আপনারা যারা শিক্ষার্থী আছেন একটি ব্যাচেলর ডিগ্রি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যাতে প্রফেশনাল কিছু করতে পারেন সেদিকে নজর দিন। শুধু বইয়ের মধ্যে জ্ঞানকে সীমাবদ্ধ রাখলে হবে না। বই থেকে পাওয়া জ্ঞানের প্রায়োগিক ক্ষেত্র তৈরি করুন।' 

তিনি আরও বলেন, 'আমাদের উচ্চশিক্ষার মানে ঘাটতি রয়েছে। সব বিশ্ববিদ্যালয় দেখভালের বিষয়ে ইউজিসিরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উচ্চশিক্ষার মান বাড়াতে কাজ করছি।'