- সারাদেশ
- টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় স্কুলছাত্র নিহত
টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় স্কুলছাত্র নিহত

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মো. রবিন মিয়া (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন জামালপুর জেলার ইসলামপুর থানার কড়ইতলা গ্রামের মো. লিটন মিয়ার ছেলে। সে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, সোমবার রাতে টিএন্ডটি বাজার এলাকায় টঙ্গী-কালীগঞ্জ মহাসড়কে বাইসাইকেল চালাতে থাকে রবিন। এ সময় পেছন দিক থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান রবিনকে ধাক্কা দিলে সে সাইকেল থেকে ছিটকে রাস্থায় পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে টহলরত পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গুরুতর আহত রবিনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্যাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. জহিরুল (৩০) ও হেলপার রিফাতকে (১৯) আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন