- সারাদেশ
- কুষ্টিয়ায় মাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় মাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জুয়েল সরকার রানা (২৮) উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরকারের ছেলে। রায় ঘোষণার সময় তাকে আদালতে উপস্থিত করা হয়।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে আংদিয়া গ্রামের বানেরা খাতুনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন তার ছেলে রানা। এ ঘটনায় আজিজুল সরকার ছেলে রানার বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই বছরই তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা।
পিপি বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত জুয়েলকে দোষীসাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন।
মন্তব্য করুন