- সারাদেশ
- সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনা কবলিত বাস
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার তিন নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া বেগম (৭০) ও বাসচালকের সহকারী শুকুর আলী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, সিরাজগঞ্জ থেকে তাড়াশগামী ঐশী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৮১৪১ ) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আম্বিয়া বেগম ও শুকুর আলী নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ ফজিলাতুনন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুমড়ে মুচড়ে যাওয়া বাস ও ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
মন্তব্য করুন