লক্ষ্মীপুরের রায়পুরে স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয়েছে ফাহিমা আক্তার জুই (৯) নামের এক স্কুলছাত্রী। 

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিমা উপজেলার সোনাপুর এলাকার জসিম উদ্দিনের মেয়ে ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। 

ফাহিমার মৃত্যুর প্রতিবাদে বিদ্যালয় ও সোনাপুর দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাযপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত স্কুলছাত্রীর মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

গাড়িটি আটক করা হয়েছে, চালককে আটকের অভিযান চলছে বলেও জানান তিনি।