পটুয়াখালীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের সাড়ে ৫ ঘন্টা পর দুই চাচাতো ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার রাত সাড়ে ৮টায় পাতাবুনিয়া-কলাগাছিয়া নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে সোমবার দুপুর ২টায় সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধরান্দি এলাকার নদীর পয়েন্টে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। মৃত দুই শিশু হলো দক্ষিণ ধরান্দির গ্রামের চরবলইকাঠী ঘরামিবাড়ির আফজাল হোসেন মেয়ে মীম (১২) এবং একই বাড়ির আশ্রাফ হোসেনের ছেলে আরাফাত (১০)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাইবোন।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে মীম ও আরাফাত গোসল করতে বাড়ির পাশের নদীতে নামে । এ সময় আজাদ হুমায়ন নামের একটি বলগেট ড্রেজারের কোর্গোর নিচে চাপা পরে তারা নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারে নামলেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি

সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ককর্মকর্তা আহমেদ জানিয়েছেন, বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান নামে। সোমবার রাত সাড়ে ৮ টায় নিখোঁজ দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়।