লক্ষ্মীপুরের রামগঞ্জে চিকিৎসা করানোর নামে সকল সম্পত্তি লিখে নিয়ে ঘরছাড়া করা শতবর্ষী বৃদ্ধ আব্দুল মালেকের পাশে দাঁড়িয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। 

মঙ্গলবার বিকালে এসআই মহসিন চৌধুরীকে সঙ্গে নিয়ে উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামে ওই বৃদ্ধের বাড়িতে উপস্থিত হন ওসি।

সম্প্রতি পুত্রবধূ প্রতারণা করে সম্পত্তি লিখে নিয়ে শ্বশুর-শাশুড়িকে ঘরছাড়া করার ঘটনাটি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পড়লে ওসির দৃষ্টিগোচর হয়। পরে ওসি ওই বৃদ্ধের বাড়িতে উপস্থিত হয়ে বাড়ির একটি কক্ষে বসবাস করার জন্য নির্ধারণ করে দেন। সেই সঙ্গে মা-বাবার প্রতি সঠিক দায়িত্ব পালন এবং প্রতারণার মাধ্যমে নেওয়া সকল সম্পত্তি সঠিকভাবে ব্যবহার করার জন্য বৃদ্ধের সন্তানদের নির্দেশ দেন তিনি। 

শতবর্ষী আব্দুল মালেকের স্ত্রী সামছুন নাহার বলেন, ছেলে সামছুল ইসলাম প্রবাসী।  এই সুযোগে পুত্রবধূ কহিনুর বেগম ও তার ভাই ইকবাল ঘর ময়লা হয়ে যাবে অজুহাতে আমাদের ঘর থেকে বের করে দেয়। 

ওসি আনোয়ার হোসেন বলেন, যারা মা-বাবাকে অযত্ন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।