- সারাদেশ
- সাবেক ছাত্রীকে আপত্তিকর ছবি পাঠিয়ে ধরা শিক্ষক
সাবেক ছাত্রীকে আপত্তিকর ছবি পাঠিয়ে ধরা শিক্ষক

বহিষ্কৃত আশ্রাফুল হাসান লিটন -সংগৃহীত ছবি
বরগুনার বামনার বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক মো. আশ্রাফুল হাসান লিটনের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। এ ঘটনায় তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।
লিটন পার্শ্ববর্তী বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালী গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে। তিনি বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।
জানা গেছে, সোমবার ওই কলেজের প্রাক্তন এক ছাত্রী (বর্তমানে ঢাবির শিক্ষার্থী) তার নিজের ফেসবুক ওয়ালে শিক্ষকের বিচার দাবী করে কয়েকটি আপত্তিকর ছবিসহ একটি পোস্ট দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাটি ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে জানাতে শিক্ষক ও আওয়ামী লীগ নেতা আশ্রাফুল হাসান লিটনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেচের অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান বলেন, আমি ঘটনাটি ফেসবুকে দেখার পরে হতভম্ব হয়ে যাই। একজন শিক্ষকের এমন আচারণ কারো কাম্য নয়। কলেজ কর্তৃপক্ষ ঘটনাটি তাৎক্ষণিক তদন্ত করে ওই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
মন্তব্য করুন