- সারাদেশ
- ঘরের মাটি কাটতেই বেরিয়ে এলো শত শত রুপালি মুদ্রা
ঘরের মাটি কাটতেই বেরিয়ে এলো শত শত রুপালি মুদ্রা

মাটি কাটার সময় বেরিয়ে আসে এসব ব্রিটিশ আমলের মুদ্রা- সমকাল
ঝিনাইদহের কালীগঞ্জে মাটি কাটার সময় বেরিয়ে আসা ব্রিটিশ আমলের বেশ কিছু মুদ্রা উদ্ধার করা হয়েছে। শ্রমিক ও স্থানীয়রা সেগুলো কুড়িয়ে নিয়ে যায়।
খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে ৪৩টি মুদ্রা উদ্ধার করে। মুদ্রাগুলো রুপালি রংয়ের। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে।
স্থানীয়রা বলছে, মাটি কাটার সময় শত শত মুদ্রা বেরিয়ে আসে। তাদের ভাষ্য মুদ্রাগুলো সবই রুপার তৈরি। পুলিশ গ্রামবাসীর কাছ থেকে প্রায় অর্ধশত মুদ্রা নিয়ে গেছে; আর বাকি মুদ্রা শ্রমিকরা নিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গোপালপুর গ্রামের সুনীল দে ও সুদীপ কুমার দের ঠাকুরদার (দাদা) বাবার তৈরি পুরাতন মাটির ঘরটি গত ১৫ দিন আগে ভেঙে মেঝের মাটি কেটে পানবরজে নিয়ে যাওয়া হচ্ছিল। সোমবার মাটি কাটার সময় পাওয়ার ট্রলির চাকার সঙ্গে হঠাৎ বেরিয়ে আসে বেশ কিছু পুরাতন মুদ্রা।
কৃষক সুদীপ কুমার দে জানান, তার দাদার বাবা ব্রিটিশ আমলে গোপলপুর গ্রামে এই মাটির ঘরটি তৈরি করেন। তখন থেকেই পর্যায়ক্রমে এই ঘরে তারা বাস করে আসছিলেন। সম্প্রতি ঘরটি ভেঙে মেঝের মাটি মাঠের পানবরজে নেওয়া হচ্ছিল। সে সময় মাটির নিচ থেকে ব্রিটিশ আমলের মুদ্রা বের হয়ে আসে। এ সময় তার বৌদি করুণা রানী দে ২৬টি কয়েন পান; যেগুলো সোমবার সন্ধ্যায় সাদা পোশাকের পুলিশ এসে নিয়ে গেছে। পরে রাতে আরও দু'দফায় পুলিশ বাড়িতে এসে তল্লাশি করে।
২নং জামাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন।
ঘটনাস্থল থেকে মুদ্রা উদ্ধার কাজে নেতৃত্ব দেওয়া কালীগঞ্জ থানার এএসআই সুজাত আলী জানান, সংবাদ পেয়ে সন্ধ্যারাতে ওই গ্রামে অভিযান চালিয়ে ৪৩টি মুদ্রা উদ্ধার করা হয়। বাকি মুদ্রা স্থানীয়রা নিয়েছে। উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে ২২টিতে ব্রিটেনের তৎকালীন রানী ও ১৯টিতে রাজার ছবি রয়েছে। উদ্ধার মুদ্রাগুলো বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে দিয়ে দেওয়া হবে।
কালীগঞ্জের ইউএনও সুবর্ণা রাণী সাহা জানান, সাংবাদিকদের কাছ থেকে জানার পর থানার ওসিকে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
মন্তব্য করুন