- সারাদেশ
- পাঁচ প্রাণ নিয়ে পালালো প্রাডো
পাঁচ প্রাণ নিয়ে পালালো প্রাডো

দুর্ঘটনা কবলিত সিএনজি -সমকাল
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত এক অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে গেছে একটি ব্যক্তিগত গাড়ি। এতে অটোরিকশায় থাকা পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানার বটতলির চর চামিতা এলাকায় লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে লক্ষ্মীপুর সদর উপজলো মজুপুর গ্রামের সুমন মিয়া (৩৫), রুনা আক্তারের (২৫), তার ছেলে মিরাজ (৪) এবং আরেক শিশু মীর হোসেনের (৭) নাম জানা গেছে।
স্থানীয়রা জানায়, চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী সিএনজিচালিত অটোরিকশাকে টয়োটা কোম্পানির প্রাডো মডেলের একটি গাড়ি প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে হলে এই হতাহতের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রাডো গাড়িটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন