- সারাদেশ
- ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমাম হোসেন কদরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে খুলনা জেলার দীঘলিয়া উপজেলার সেনহাটি গ্রাম থেকে তাকে গেপ্তার করা হয়।
ইমাম হোসেন কদর কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সড়ইকান্দি গ্রামের ফোকার উদ্দিনের ছেলে।
কাশিয়ানী থানার এসআই মো. আমিনুর রহমান জানান, ইমাম হোসেন ২০০৬ সালের ২৬ জানুয়ারী ফরিদপুর জেলার চরভদ্রাসনের এক তরুণীকে অপহরণের পর ধর্ষণ করে। এ ঘটনার পরদিন ওই তরুণীর পিতা বাদী হয়ে চরভদ্রাসন থানায় ইমাম হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরে ফরিদপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ২০১৯ সালে ২২ ডিসেম্বর ইমাম হোসেনকে দোষি সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারদণ্ড দেন। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার আগে থেকেই আসামি ইমাম পলাতক ছিলেন।
মন্তব্য করুন