ফরিদপুর শহরের চরকমলাপুরের বাসিন্দা ঠিকাদার ও ব্যবসায়ী অরূপ ঘোষ গাপ্পু (৪৯) আর নেই। 

বৃহস্পতিবার ভোরে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে পরলোকগমন করেন তিনি। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। 

অরূপ ঘোষ ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত অধ্যাপক অনিল কৃষ্ণ ঘোষের ছেলে। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের অম্বিকাপুর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।