যুবসমাজকে মাদকের ছোবল থেকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। যারা মাদক কেনেন এবং বিক্রি করেন, তাদের আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে সবাই মিলে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পটিয়া উপজেলা পরিষদ চত্বরে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে রোববার সকালে ইয়াবা ও মাদকবিরোধী প্রচারণা অভিযানে কথাগুলো বলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা। এ সময় তিনি বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।

ইয়াবা ও মাদক রোধে সমকাল সুহৃদ সমাবেশ পটিয়া উপজেলা শাখার উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুইদিনের প্রচার অভিযানের অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচারণা, পথসভা ও সাংস্কৃতিক পরিবশেনা অনুষ্ঠিত হচ্ছে। 

সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ডা. সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন শর্মার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দৈনিক সমকালের পটিয়া প্রতিনিধি আহমদ উল্লাহ, রবিন দাশ, তারেক আহমেদ, এনামুল হক মিশকাত, কাইম সিদ্দিকী, জান্নাতুল শারিকা, তাসনিয়া আহমেদ মিলি, জয়িতা ভট্টাচার্য্য, রাইসা রওশন, শিবু দেব, কানুন উদ্দিন, বোরহান উদ্দিন, আবুল হাসান, আরিফুল হক, রাসেল, সামিয়া, পাইকেল শীল, সৌরভ, প্রান্ত সেন, রিমন, অপু চক্রবর্তী, রবিউল হাসনাত শিহাব, গাজী ফয়সাল, রাজীব হোসেন, আবুল কাসেম, কামরুল ইসলাম কায়সার, রাকিব আহমেদ তামিম, গোলাম সোবহান, সৌমিক, ফকরুদ্দিন, আরিফ আজম, মুন্না, কুতুব উদ্দিন প্রমুখ।