- সারাদেশ
- গাছে দম্পতির ঝুলন্ত লাশ
গাছে দম্পতির ঝুলন্ত লাশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালি ইউনিয়নের গুডুম্বা গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তারা হলেন- ওই গ্রামের শাহীন মিয়া (৩৬) ও তার স্ত্রী আশা পারভিন (২৬)।
রোববার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। খবর ইউএনবির
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সকালে বাড়ির থেকে কিছু দূরে পুকুরপাড়ের জঙ্গলে গাছে ওই দম্পতির লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক সরকারি হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তিনি জানান, তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিষ্কার জানা যাবে।
মন্তব্য করুন