চট্টগ্রামের রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে আলী আকবর (৬০) নামে একজন নিহত ও উভয় গাড়ির ৮ যাত্রী আহত হয়েছেন। 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গহিরা শান্তির দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধ চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার লাল মিয়ার ছেলে।  

আহত ৮ জনের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিএনজি অটোরিকশা চালক কুমিল্লা চান্দিনা এলাকার মৃত নিখীল দাশের ছেলে দুলাল দাশ (৩৫), কুণ্ডেশ্বরী এলাকার রাখালের ছেলে সুমন (৩৭), রাউজান পৌরসভা এলাকার মহিউদ্দিন (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পাহাড়ীকা বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কের পাশে কলাবাগানে পড়ে যায়। সিএনজি চালিত অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যাওয়ায় চালকসহ যাত্রীরা আটকা পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। আহতরা গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ও মামলার প্রক্রিয়া চলছে।

রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষ