- সারাদেশ
- কিশোরগঞ্জে শ্রদ্ধা-ভালোবাসায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণ
কিশোরগঞ্জে শ্রদ্ধা-ভালোবাসায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণ

জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণ- সমকাল
‘পুলিশ মেমোরিয়াল ডে'তে কিশোরগঞ্জে শ্রদ্ধা ও ভালোবাসায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণ করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রোববার জেলা পুলিশ লাইন্সে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা ছাড়াও আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।
সকালে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা প্রশাসনের মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল এহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম.এ আফজল, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম খানসহ সিআইডি, পিবিআই, নৌ-পুলিশ, রেলওয়ে পুলিশসের বিভিন্ন ইউনিট এবং প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের পক্ষ থেকে বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

মো. মাশরুকুর রহমান খালেদের সভাপতিত্বে আলোচনা সভায় মো. জিল্লুর রহমানসহ সাংবাদিক, পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী কিশোরগঞ্জ জেলার ২৬ পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের সমস্যা ও সংকট নিয়ে তাদের সঙ্গে পুলিশ সুপার কথা বলেন।
পরে উপস্থিত পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
পুলিশ মেমোরিয়াল ডে পালন উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন