- সারাদেশ
- যৌতুকের দাবিতে অ্যাসিড নিক্ষেপ, দুইজন গ্রেপ্তার
যৌতুকের দাবিতে অ্যাসিড নিক্ষেপ, দুইজন গ্রেপ্তার

এসিডের নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার দুইজন
দিনাজপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধুকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দেবর ও ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনায় মূল অভিযুক্ত এবং ওই গৃহবধূর স্বামী তানভীরুল রহমান রাহুল (২৬) পলাতক রয়েছেন।
রোববার দুপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটকরা হলেন- দিনাজপুর পৌর শহরের মামুনের মোড় এলাকার মিজানুর রহমানের ছেলে রাজ (২০) ও মেয়ে ময়ুরী বেগম (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুরের সুইহারী মাঝাডাঙ্গা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে রিয়া বেগমের সঙ্গে ৪ বছর আগে দিনাজপুর পৌর শহরের মিজানুর রহমানের ছেলে তানভীরুল রহমান রাহুলের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক দেওয়া হলেও বিয়ের কিছুদিন পর আরও দুই লাখ টাকা যৌতুক দাবি করে রিয়ার ওপর চাপ সৃষ্টি করে স্বামীর পরিবার। এ নিয়ে কলহের জেরে এক মাস আগে রিয়া বেগম বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে সেখানেই ছিলেন তিনি। শনিবার রাত ৮ টার দিকে শহরে বাণিজ্য মেলা থেকে রিয়া তার মা ও ভাবীর সঙ্গে অটোরিকশায় সুইহারী মাঝাডাঙ্গায় বাবার বাড়িতে ফিরছিলেন। পথে হিরাহার এলাকায় রিয়ার স্বামী তানভীর রহমান রাহুলসহ আরও ৬ জন তার মা ও ভাবীকে অটোরিকশা থেকে নামিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় রিয়া এগিয়ে গেলে রাহুল ও তার সহযোগিরা রিয়ার গায়ে অ্যাসিড ছুঁড়ে মারে। এতে তার পিঠের দিক পুড়ে যায়।
রিয়া দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন ।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গৃহবধূর শরীরের ১২ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে। তাকে হাসপাতালে রাখা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাকী অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
মন্তব্য করুন