নিখোঁজের ৫ দিন পর পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে মোস্তাফা (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার বাংলাবান্ধা সীমান্তের মহানন্দা নদীর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার নফিজউদ্দিনের ছেলে মোস্তাফা গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। রোববার দুপুরে সীমান্ত ঘেঁষা মহানন্দা নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে  পুলিশে খবর দেয় স্থানীয়রা। মোস্তাফা পেশায় একজন কুলি ছিলেন। 

তেঁতুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাঈদ চৌধুরী বলেন, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।।