- সারাদেশ
- মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ না জানাতে বিক্ষোভ
মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ না জানাতে বিক্ষোভ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ফাইল ছবি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বরিশাল সরকারি বিএম কলেজের জিরো পয়েন্ট থেকে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ জানানো হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের বাইরে বিএম কলেজ রোডে গিয়ে শেষ হয়। একই দাবিতে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।
গুজরাট দাঙ্গার অন্যতম হোতা নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশে আমন্ত্রণ না জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন