- সারাদেশ
- কাশিয়ানীতে অধ্যক্ষের ওপর দুর্বৃত্তদের হামলা
কাশিয়ানীতে অধ্যক্ষের ওপর দুর্বৃত্তদের হামলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওপর হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।
রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার রামদিয়া সরকারি এস কে কলেজ মসজিদের সামনের এ ঘটনায় আহত মো: সাইফুল ইসলামে একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, তিনি কলেজের কোয়ার্টারে অবস্থিত বাসা থেকে মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন। মসজিদের কাছে পৌঁছালে কাপড় দিয়ে মুখ বাঁধা দুই যুবক দৌড়ে এসে চটের বস্তা দিয়ে তার মুখ ঢাকার চেষ্টা করে। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায় দুর্বৃত্তরা লাঠি দিয়ে তার মাথা, হাত ও পায়ে আঘাত করে। তার আর্তচিৎকার দিলে যুবকরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অধ্যক্ষ সাইফুল ইসলাম বাসা থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একদল মুখোশধারী যুবকরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।’
মন্তব্য করুন