গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত হয়েছেন।

সোমবার সকালে শহরের লঞ্চঘাট এলাকা ও রোববার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়িনের দুর্গাপুর গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার হাফেজ আব্দুল জলিলের স্ত্রী তকিবুন্নেছা (৬২) ও কাশিয়ানী উপজেলার ফলসী গ্রামের মনসুর শেখের ছেলে সাজ্জাদ (৭)।

গোপালগঞ্জ সদর থানার এস.আই নিতাই চন্দ্র সাহা জানান, সকালে প্রাতঃভ্রমনে বের হয় তকিবুন্নেছা। শহরের লঞ্চঘাট এলাকায় সকাল সাড়ে ৭ টার দিকে রাস্তা পারপারের সময় দ্রুতগামী একটি ইট বোঝাই ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

গোপালগঞ্জ সদর থানার এসআই রাজু আহমেদ জানান,  রাত ৮ টার দিকে দুর্গাপুর গ্রামের রাস্তায় দৌড়াদৌড়ি করার সময় ইজিবাইকের ধাক্কায় সাজ্জাদ আহত হয়।  গোপালগঞ্জ জেনারেল হাসাপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়। 


বিষয় : নারী ও শিশু নিহত পৃথক সড়ক দুর্ঘটনা

মন্তব্য করুন