নাটোরে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাওয়ার ট্রলির সংঘর্ষে ট্রলিচালকসহ ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে নাটোরের সঙ্গে ঢাকাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোরের জংলি রেলক্রসিংয়ের অদূরে কৈগাড়ি কৃষ্টপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি ৫শ’ গজ দূরে জংলি রেলক্রসিংয়ের অদূরে কৈগাড়ি কৃষ্টপুর এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি বহনকারী একটি পাওয়ার ট্রলি রেল লাইন পার হওয়ার সময় দু’টির সংঘর্ষ হয়। এতে পাওয়ার ট্রলি দুমড়ে-মুচড়ে যায় ও ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে। এ সময় দু’জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

নাটোর রেল স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বলেন, পাওয়ার ট্রলিটি একটি গ্রামীণ কাঁচা সড়ক দিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় ট্রলির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি তিনি জানেন না। বিকল ইঞ্জিনসহ ট্রেনটিকে পুনরায় নাটোর স্টেশনে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেনটিকে সরিয়ে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি লাইনের ওপর থাকায় নাটোরসহ উত্তরের সঙ্গে ঢাকা ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।