- সারাদেশ
- জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত, আহত ৮
জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত, আহত ৮

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষের জেরে রবিয়াল হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। সেই সঙ্গে দুই পক্ষের কমপক্ষে আট জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার শিংরোড দেওনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার শিংরোড দেওনিয়াপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক ও প্রতিবেশী নূর মোস্তফার মধ্যে চার শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে মাস তিনেক আগে আদালতে মামলাও করেন নূর মোস্তফা।
সোমবার সকালে ওই জমিতে নূর মোস্তফা দলবল নিয়ে বাঁশের বেড়া দিতে গেলে আবু বক্কর ও তার পরিবারের লোকজন বাঁধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আবু বক্করের ভাতিজা রবিয়ালে মাথায় মারাত্মক আঘাত লাগে। সেই সঙ্গে আরও ৮ জন আহত হন।
আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রবিয়ালকে মৃত ঘোষণা করেন। বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জামাল হোসেন বলেন, ঘটনার পর ঘটনাস্থল ও হাসপাতাল থেকে সাত জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন