সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের সৈনিকদের প্রশিক্ষণের জন্য লালমনিরহাট বিমানবন্দরে চালু হলো আর্মি এভিয়েশন স্কুল।

সোমবার দুপুরে লালমনিরহাট আর্মি এভিয়েশন স্কুলের নতুন অবকাঠামো, অফিসার্স মেস, এসএম ব্যারাক ও মিলিটারি ফার্মের একটি আধুনিক এবং স্বয়ংক্রিয় মিল্কিং পার্লারের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

এ সময় তার সঙ্গে সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আলমগীর হোসেন, রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নজরুল ইসলামসহ সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ যুদ্বকালীন সময়ে আর্মি এভিয়েশনের দায়িত্বের কথা জানিয়ে বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে বিমান ও হেলিকপ্টারের সংখ্যা বৃদ্বির সঙ্গে সঙ্গে বৈমানিক, প্রকৌশলী ও বিমানক্রুদের প্রশিক্ষনের প্রয়োজনীয়তা বৃদ্বি পেয়েছে। বর্ধিত প্রশিক্ষণ সুবিধা অর্জনের জন্য আর্মি এভিয়েশন স্কুলকে ঢাকা থেকে লালমনিরহাটে স্থানান্তর করে নতুন ও আধুনিক করা হয়েছে। এর ফলে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন সক্ষমতা আরো এক ধাপ এগিয়ে গেল। সেনাবিহনীতে আরো ৬টি নতুন হেলিকপ্টার সংযোজনের কথা জানান তিনি।

তিনি বলেন, ভিশন ২০৩০ অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্ন দেখে কোনো এক সময় সেনাবাহিনীতে আর্ম এ্যাটাক হেলিকপ্টার সংযোজন হবে। সেটা নিয়ে সেনাবাহিনী কাজ করছে বলে তিনি জানান।