নওগাঁর আত্রাই থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া তিন শিশুকে ফিরে পেয়েছেন তাদের বাবা-মা। রোববার রাতে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন শিশুদের তাদের বাবা-মায়ের হাতে তুলে দেন। 

এরা হলেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার বীরকয়া গ্রামের মান্নান মন্ডলের ছেলে শিহাব (১০), একই গ্রামের আলতাব হোসেনের ছেলে আসিব হোসেন (১২) ও আশরাফ হোসেনের ছেলে মাহফুজ (১৩)।

পুলিশ জানায়, রোববার রাত ৮ টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ওই তিন শিশুকে এলোমেলোভাবে ছুটোছুটি করতে দেখে থানার ডিএসবি নুরুল ইসলাম তাদের কাছে ডেকে নিয়ে নাম-পরিচয় জিজ্ঞাসা করেন। এসময় তারা কান্নাকাটি শুরু করে এবং জানায় ঘুরতে ঘুরতে পথ হারিয়ে তারা এখানে চলে এসেছে। পরে তিনি শিশুদের থানায় নিয়ে আসেন। 

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন জানান, হারিয়ে যাওয়া শিশুদের থানায় নিয়ে আসার পর তাদের রাতের খাবার খাওয়ানো হয়। এরপর তাদের নাম-পরিচয় জেনে পরিবারগুলোতে খবর পাঠানো হয়। পরে রাতেই শিশুদের নিজ নিজ বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।  

অভিভাবকরা জানান, রোববার সকালে ওই তিন জন স্কুলের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বিকেল ৩ টার মধ্যেও শিশুরা বাড়ি না ফেরায় তারা চিন্তিত হয়ে পড়েন। পরে রাতে তারা সন্তানদের খোঁজ পান।