- সারাদেশ
- প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে
প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে

শিউলি খাতুন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় বাংলাদেশের এক তরুণের। গড়ে উঠে বন্ধুত্ব। একপর্যায়ে তাদের সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়।
সেই প্রেমের টানেই ঘর ছেড়েছেন শিউলি খাতুন নামে ভারতীয় এক তরুণী। তার বাড়ি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার পূর্ব থরাইখানা গ্রামে। আর প্রেমিক হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট মিস্ত্রিটারীর রুবেল মিয়া চোকা।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর শনিবার রুবেল মিয়ার কাছে ছুটে আসেন শিউলি। কিন্ত একদিন যেতে না যেতেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ছুটে যায় রুবেল মিয়ার বাড়িতে। তবে তারা প্রেমিক-প্রেমিকাকে খুঁজে পায়নি।
বিজিবি জানায়, মেয়ের বাবা ভারতীয় বিএসএফের কাছে অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে বিজিবিকে চিঠি দিয়েছে বিএসএফ।
কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল জানান, মেয়েটির বাড়ি ভারতে হলেও প্রায় সময় সে বাংলাদেশে মামা ও খালার বাড়িতে আসত। এভাবে রুবেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে শুনেছি।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল তৌহিদ-উল-আলম বলেন, ভারতের এক তরুণী ফুলবাড়ীতে এসেছে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। এ কারণে ওই তরুণীকে উদ্ধারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন