- সারাদেশ
- বেগমগঞ্জে শিবিরের হামলায় ছাত্রলীগ নেতা নিহত
বেগমগঞ্জে শিবিরের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

শিবির ক্যাডারদের হামলায় নিহত ছাত্রলীগ নেতা রাকিবুল হোসেন
নোয়াখালীর বেগমগঞ্জে শিবির ক্যাডারদের হামলায় আহত ছাত্রলীগ নেতা রাকিবুল হোসেন (২০) মারা গেছেন। রোববার রাত ৯টার দিকে উপজেলার আমান উল্যাহপুর বাজারে এ হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাকিবুল। নিহত রাকিবুল স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চর আমান উল্যাহপুর গ্রামের সফি উল্যার ছেলে। ওই ঘটনায় আহত অপর ছাত্রলীগ কর্মী রায়হান, রনি, মন্নান, আবুল খায়ের ও মনু নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হাবিব নামে আরেকজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতেই শিবিরের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আমান উল্যাহপুর বাজারের চায়ের দোকানে ছাত্রলীগ নেতা রাকিবুল সঙ্গীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। রাত ৯টার দিকে শিবির ক্যাডার পিয়াসের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র, হকিস্টিক ও চাইনিজ কুড়াল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ছাত্রলীগ কর্মীরা প্রতিহত করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় ছাত্রলীগ নেতা রাকিবুল ও হাবিবকে গুলি এবং বাকিদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে শিবির ক্যাডাররা। রাকিবুলের পেটে ও হাবিবের বাম পায়ে গুলি লাগে। রাতেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাকিবুলকে ঢাকা মেডিকেল ও হাবিবকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর দেড়টার দিকে রাকিবুল মারা যান।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন উর রশিদ চৌধুরী জানান, নিহত ছাত্রলীগ নেতার মা শিরিন আক্তার ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে সোমবার থানায় মামলা করেন। রোববার রাতেই চারজনকে আটক করেছে পুলিশ। তারা হলো- কৃষ্ণপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে ফারুক আহাম্মেদ, নুর নবীর ছেলে মাসুদ আলম, রসুলপুর গ্রামের তোফায়েলের ছেলে ইব্রাহীম ও জয়নারায়ণপুর গ্রামের আনোয়ার উল্যাহর ছেলে আকরাম হোসেন। তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন