বগুড়ার নন্দীগ্রামে বাবার কাছে মোটরসাইকেল চেয়ে না পেয়ে নাজমুল হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে নিজ ঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নাজমুল হোসেন নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ার ইসলাম হোসেনের ছেলে। সে নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাজমুল তার বাবার কাছে বেশ কিছুদিন ধরে মোটরসাইকেল কিনে দেয়ার দাবি করছিল। বাবা ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় মোটরসাইকেল কিনে দেয়ার সামর্থ নেই বলে তাকে জানায়। কিন্তু ছেলের দাবি- তাকে যে কোন উপায়ে মোটরসাইকেল কিনে দিতেই হবে। বারবার চেয়েও না পেয়ে সোমবার দুপুরে স্কুল থেকে ফিরে সবার অজান্তে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নাজমুল। পরিবারের সদস্যরা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।