- সারাদেশ
- নওগাঁয় করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে সিঙ্গাপুর-ফেরত যুবক
নওগাঁয় করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে সিঙ্গাপুর-ফেরত যুবক

ফাইল ছবি
নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর-ফেরত এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে তাকে নওগাঁ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুনীর আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই যুবক সিঙ্গাপুরে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২৭ ফেব্রুয়ারি তিনি দেশে আসেন। নওগাঁ পৌর এলাকায় তার বাড়ি। গ্রামে আসার দুইদিন পর থেকে তার শরীরে জ্বর। স্থানীয় ডাক্তারের চিকিৎসায় জ্বর না সারলে সোমবার রাত ৮টার দিকে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ডা. মুনীর আলী বলেন, এই প্রথম নওগাঁয় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে কাউকে ভর্তি করা হল। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মন্তব্য করুন