চাঁদপুরে পার্কে বেড়াতে গিয়ে প্রেমিকের ছুরিকাঘাতে দীপা রানী নামে এক প্রেমিকা জখম হয়েছেন। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ফাইভ স্টার পার্কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন প্রেমিক দীপুকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশে সোপর্দ করেছেন। আহত দীপা রানী জেলার হাইমচরের পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের জজ্ঞেশ্বর মাঝির মেয়ে।

প্রেমিকা দীপা জানান, ক্যাম্পেরহাট এলাকার দীপু মজুমদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। কয়েক দিন আগে পারিবারিকভাবে দীপার অনত্র বিয়ে ঠিক হয়ে যায়। ঘটনার দিন সকালে দীপু মজুমদার ও দীপা পার্কে ঘুরতে যান। এ সময় তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে জানালে দীপু ক্ষুব্ধ হয়ে তার পেটে ও মাথায় ছুরিকাঘাত করে।

প্রত্যক্ষদর্শী সাগর জানান, ঘটনার সময় বন্ধুরা মিলে পার্কে বসে ছিলাম। হঠাৎ চিৎকারের শব্দ শুনে দেখি ওই মেয়ের সঙ্গে থাকা যুবক তাকে ছুরিকাঘাত করছে। এ সময় দৌড়ে গিয়ে ওই যুবকের হাত থেকে মেয়েটিকে রক্ষা করে হাসপাতালে নিয়ে যাই।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীপার পেটের ডান পাশে একটি ছোট্ট ছুরি বিঁধে ছিল। প্রাথমিকভাবে জরুরি বিভাগের চিকিৎসক তা খুলতে না পারায় তাৎক্ষণিকভাবে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. রফিকুল হাসান ফয়সাল প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায়ও ছুরিটি বের করতে সক্ষম হননি। পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন ফোর্স নিয়ে হাসপাতালে ছুটে যান।

ডা. রফিকুল হাসান ফয়সাল জানান, ছুরিটি বের করতে গেলে প্রচণ্ড রক্তক্ষরণ হবে, যা আমাদের এখানে বন্ধ করা সম্ভব নয়। সেজন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।