- সারাদেশ
- বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল কিশোরের লাশ
বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল কিশোরের লাশ

নিহত আউয়ালের বাড়িতে আশপাশের মানুষের ভিড় -সমকাল
নাটোরের বড়াইগ্রাম থেকে আউয়াল নামে (১৬) এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মাঝগাঁ ইউনিয়নের আটুয়া গ্রামের একটি আমবাগানের পাশে ফসলি জমি থেকে ওই কিশোরের বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়।
নিহত আউয়াল আটুয়া গ্রামের আহসান খলিলের ছেলে।
পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে আউয়াল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি আউয়াল। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। ভোর সাড়ে ৫টার দিকে বাবা আহসান খলিল তাদের ফসলি জমিতে সেচ দিতে যাওয়ার সময় বিবস্ত্র আবস্থায় আউয়ালকে পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আউয়ালের লাশ উদ্ধার করে।
আহসান খলিল বলেন, তার বা তার ছেলে কোন শত্রু নেই। তবুও মনে হচ্ছে আমার ছেলেকে ছেলেকে হত্যা করা হয়েছে।
বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন