নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিআরটিসির বাসচাপায় নাঈম হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাত (১৯) আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ছমিরমুন্সিরহাট সংলগ্ন চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাঈম হোসেন সেনবাগ উপজেলার ইয়ারপুর এলাকার মো. মানিকের ছেলে। আহত যুবকের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফেনীর দাগনভূঞা থেকে চৌমুহনীর দিকে বিআরটিসি একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। বাসটি চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে নাঈম নিহত ও অজ্ঞাত অন্য আরোহী আহত হয়। আহত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেলটি আটক করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।