পুলিশের আইজি ড. মোহম্মদ  জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, মুজিব বর্ষে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশকে মাদকমুক্ত করা। এ জন্য পুলিশ দেশব্যাপী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 

সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি দেশকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগনকেও এগিয়ে আসার আহবান জানান। 

তিনি বলেন, দেশকে মাদকমুক্ত করতে পুলিশ এরই মধ্যে মাদকের উৎস মুখ বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌর মেয়র খাঁ হাবিবুর রহমান প্রমূখ।

এর আগে ফিতা কেটে নতুন ভবনের ফলক উম্মোচন করেন আইজিপি। অনুষ্ঠান শেষে তিনি পুলিশ ভবনে স্থাপিত টেরাকোটা ঘুরে দেখেন ও ফলদ বৃক্ষ রোপন করেন।