- সারাদেশ
- সিরাজগঞ্জে দুই বাসের সংঘর্ষে চালক নিহত
সিরাজগঞ্জে দুই বাসের সংঘর্ষে চালক নিহত

সিরাজগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম সবুর হোসেন (৪০)। তিনি গ্রামীণ ট্রাভেলস বাসের চালক ছিলেন। নিহত সবুর চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে পাবনাগামী সি-লাইন পরিবহণের যাত্রীবাহী বাস ট্র্রাফিক আইন অমান্য করে উল্টোপথে রোড ডিভাইডারের ডান দিক দিয়ে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের সাথে সংঘর্ষ হয়। গ্রামীণ ট্রাভেলসটি ওই সময় পাশের রেলপথের দিকে উল্টে পড়ে। সি-লাইন রোড ডিভাইডারে এসে ধাক্কা দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় গ্রামীণ ট্রাভেলসের চালক সবুর মারা যান।
মন্তব্য করুন