- সারাদেশ
- বগুড়ায় দুই গ্রুপের ‘গুলি বিনিময়ে’ নিহত ১
বগুড়ায় দুই গ্রুপের ‘গুলি বিনিময়ে’ নিহত ১

বগুড়ায় দুই গ্রুপের গুলি বিনিময়কালে দেড় ডজন মামলার আসামি কবির হোসেন ওরফে মিনকো নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া শহরের মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, মিনকো তালিকাভুক্ত 'শীর্ষ সন্ত্রাসী' ছিলেন। তিনি শহরের চক ফরিদ কলোনি এলাকার আজিজুল হকের ছেলে।
মঙ্গলবার সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে শহরের মালতীনগরের ভাটকান্দি ব্রিজের ওপর দু’দল সন্ত্রাসীর গুলি বিনিময়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি জানান, সেখানে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
সনাতন চক্রবর্তী আরও জানান, পুলিশের রেকর্ড পর্যালোচনা করে তার নামে জোড়াখুন, খুন, চাঁদাবাজি, অস্ত্রসহ ১৫টির বেশি মামলা পাওয়া যায়। সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারিতে অস্ত্রসহ আটক হয়ে কিছুদিন জেল খাটেন তিনি। মাস চারেক আগে বের হয়ে পুনরায় চাঁদাবাজি শুরু করলে তার বিরুদ্ধে সদর এবং শাজাহানপুর থানায় ছয়টি জিডি হয়েছিল বলেও জানান তিনি।
মন্তব্য করুন