ইতালি থেকে এক প্রবাসী বাংলাদেশে ফেরার পর করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে তিনি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানান। পরে তাকে ঢাকায় ‘আইসোলেশনে’ রাখা হয়। একই সঙ্গে তিনি দেশে এসে যাদের সঙ্গে যোগযোগ করেছেন এমন ২৯ জনকে চিহ্নিত করে তাদের কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এ তথ্য জানিয়েছেন। তিনি এসব নিয়ে আতঙ্কিত না হওয়ার অুনরোধ জানিয়েছেন। হাঁচি কাঁশির সময় নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে প্রয়োজন ছাড়া জনসমাগম না করার অনুরোধ করেন তিনি।

আইইডিসিআর পরিচালক বলেন, ইতালি থেকে আসা প্রবাসী বাঙালিদের কাছাকাছি এসেছেন-এমন চারজনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এ ছাড়া বিদেশ থেকে আসা আরও বেশ কয়েকজনকে বাড়িতে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

এরআগে রোববার বিকেলে দেশে তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘোষণা দেয় আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ওই তিনজনের মধ্যে দুই জন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের কাছে থেকে বাকী একজন করোনায় আক্রান্ত হয়েছেন।