- সারাদেশ
- বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু
বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসের ধাক্কায় নাজিম হাওলাদার (২২) নামে ভাড়ায় চালিত এক মটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন।
মঙ্গলবার সাড়ে ১০ টার দিকে উপজেলার দক্ষিণ গুলিসাখালী স্থানে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে।
আহত যাত্রী সাইদুলকে (২৪) গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাইদুল জানান, সকালে চালক নাজিমকে নিয়ে মোটরসাইকেল যোগে তিনি স্থানীয় বান্ধবপাড়া বাজারে যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি দক্ষিণ গুলিসাখালী স্থানে পৌঁছলে খুলনা থেকে আসা পাথরঘাটাগামী যাত্রীবাহী একটি বিআরটিসি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই চালক নাজিমের মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুজ্জামান মিলু জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন