চুয়াডাঙ্গার দামুড়হুদায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদিফেরত এক বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পরিবারের লোকজন তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ওমরা হজ্ব পালন শেষে গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন তিনি। দেশে আসার পর থেকে তার দেহে জ্বর, সর্দি, কাশি ব্যথাসহ নানা সমস্যা শুরু হয়। ডাক্তার দেখানোর পরও তার জ্বরসহ সর্দি, কাশি না কমায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে সরাসরি হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মকবুল হোসেন জানান, রোগীকে সাসপেক্ট হিসেবে আপাতত আইসোলেশন বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগীর ব্লাডসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। নমুনার ফলাফল হাতে পাওয়ার পরই তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কী না তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি। 

করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন জানান, যত দ্রুত সম্ভব রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

এদিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ায় হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে।