- সারাদেশ
- পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে গলাটিপে হত্যা
পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে গলাটিপে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় হিরা আকতার (২৭) নামে এক নারীকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার কেওচিয়া ইউনিয়নের তেমুহনি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকে নিহতের স্বামী শাহ আলম (৩৮) পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের শ্বাশুড়ি ও দেবরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের শামসুল ইসলামের মেয়ে হিরা আকতার (২৭) এর সঙ্গে প্রায় ৮ বছর পূর্বে একই উপজেলার কেওচিয়া ইউনিয়নের তেমুহনি এলাকার মোস্তাক আহমদের ছেলে মো. শাহ আলমের সামাজিকভাবে বিয়ে হয়।
তাদের সংসারে ৬ ও ৪ বছর বয়সী ২টি পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের কিছু দিন পর থেকেই হিরার স্বামী শাহ আলম একই উপজেলার অন্য এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। হিরা বিষয়টি জানার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঘটনার দিনও এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে গভীর রাতে শাহ আলম তার স্ত্রী হিরাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে শাহ আলমসহ পরিবারের অন্যান্য সদস্যরা হিরাকে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হিরার মরদেহ হাসপাতালে রেখেই স্বামী শাহ আলম পালিয়ে যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বাশুড়ি ও দেবরকে আটক করা হয়েছে। নিহতের স্বামী শাহ আলমকেও আটকের চেষ্টা চলছে।
তিনি বলেন, ঘটনার ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন