- সারাদেশ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫
সালথায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

ফরিদপুরের সালথায় পুর্বশত্রুতার জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৫ পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় ইউসুফদিয়া বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের সমর্থক রাজিবের সঙ্গে প্রতিপক্ষ এনায়েত হোসেনের সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে রাত ৮টার দিকে উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে। দুই ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ৫ পুলিশসহ ২৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ, সদর হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
মো. এনায়েত হোসেনের দাবি, তিনি বাড়ি ফেরার সময় ওয়াহিদুজ্জামানের সমর্থকরা তার ওপর হামলা চালানোর চেষ্টা করলে সংঘর্ষের সৃষ্টি হয়।
এদিকে সাবেক উপজেলার চেয়পারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান জানান, তার সমর্থক রাজীবসহ কয়েকজন ইউসুফদিয়া বাজারে গেলে এনায়েতের লোকজন তাদের ওপর হামলা করে। এ ঘটনা নিয়ে সংঘর্ষ বাঁধে।
সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার জানান, দুই পক্ষের সংঘর্ষে এস.আই মোস্তফাসহ ৫ জন পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় মো. ওয়াহিদুজ্জামান ও এনায়েত হোসেনসহ ৩০ জন এজাহারভূক্ত ও অজ্ঞাতনামা কয়েকশ ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন