ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা এক ভারতীয়কে সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। শরীরের তাপমাত্রা বেশি থাকায় মঙ্গলবার দুপুরে তাকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ফেরত পাঠায় আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ওই ব্যক্তির নাম সুভাস সরকারকে (৩০)। 

তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ভূবন মধ্যনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে পাসপোর্টে তার এলাকার নাম আগরতলার মধ্যনগর উল্লেখ রয়েছে।

আখাউড়া স্থল বন্দরে মেডিকেল ডেস্কে থাকা চিকিৎসক ফাবিহা সিদ্দিকী বলেন, সুভাস সরকার সকালে আগরতলা বন্দর দিয়ে আখাউড়ায় আসেন। পরে ওই ব্যক্তির শরীর পরীক্ষা করে ১০০ডিগ্রি তাপমাত্রা পাওয়া যাওয়ায় তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, ‘করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা বেশি থাকা। ভারতীয় সুভাস সরকার সিলেটের হবিগঞ্জের লাখাই উপজেলার রামধর নগর গ্রামে যেতে চেয়েছিলেন। কিন্তু শরীরে তাপমাত্রা বেশি থাকায় তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। সুস্থ হওয়ার পর তাকে বাংলাদেশে আসার পরামর্শ দেওয়া হয়েছে।