- সারাদেশ
- স্যাভলন ও আগ্রহের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
স্যাভলন ও আগ্রহের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ছবি: সৌজন্য
ঢাকার নবীনগরে তৃণমূল মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। স্যাভলন এবং আগ্রহের যৌথ উদ্যোগে এই হেলথ্ ক্যাম্পের আয়োজন করা হয়।
সম্প্রতি অনুষ্ঠিত এই ক্যাম্পের মাধ্যমে কয়েকশ’ দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই ক্যাম্পে একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন শিশু বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ এবং একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ অসুস্থ রোগীদের সেবা প্রদান করেন। চিকিৎসকদের সহযোগিতা করার জন্য ক্যাম্পে সার্বক্ষণিক কয়েকজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি এখানে হাইজিন সম্পর্কে সচেতনতামূলক বার্তা এবং হাতধোয়ার জন্য বিনামূল্যে স্যাভলন সাবান প্রদান করা হয়।
আগ্রহের সিইও জনাব এটিএম রিদওয়ানুল হক এই সামাজিক উদ্যোগে সহযোগিতা করার জন্য স্যাভলনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভবিষ্যতে আগ্রহ মানুষের দোরগোড়ায় ওষুধ এবং বিশেষজ্ঞ সেবা প্রদানের জন্য মোবাইল ক্লিনিক চালু করবে, যাতে করে আরও বড় পরিসরে রোগীদের সঠিক সেবা প্রদান করা যায়। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন