নাটোরের সিংড়ায় গোপন বৈঠকের সময় জামায়াতের সাবেক আমীর অধ্যাপক বেলাল-উজ-জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলামসহ ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। 

মঙ্গলবার দুপুরে উপজেলার চকগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে চকগোপালপুর এলাকায় জামাত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এসময় শিবিরের কেন্দ্রীয় নেতাসহ অন্তত ৫০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটকদের সিংড়া থানা হাজতে রাখা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওেসি) নূর-ই আলম জানান, গোপন বৈঠক করার সময় জিহাদী বই ও লিফলেটসহ জামায়াত-শিবিরের ৫০ জনকে আটক করা হয়েছে।