আগামী ১৫ মার্চ থেকে খুলনার ১৫টি স্পটে ট্রাকে করে মুসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

মুজিব বর্ষ উপলক্ষে নেওয়া টিসিবির এই কর্মসূচি চলবে ৩০ মার্চ পর্যন্ত। আবার এক এপ্রিল থেকে শুরু হবে রমজানের প্রয়োজনীয় ৫টি পণ্য (তেল, চিনি, ডাল, ছোলা, খেজুর) বিক্রি কার্যক্রম। এবার রমজানের প্রায় এক মাস আগে থেকেই খোলা বাজারে কম মূল্যে পণ্য বিক্রির ঘোষণায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

টিসিবি থেকে জানা গেছে, টিসিবির সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা, চিনি ও মুসুর ডাল ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে। বর্তমানে বাজারে সয়াবিন তেল প্রতি লিটার ১০০ থেকে ১০৫ টাকা, চিনি ৬৫ টাকা এবং মুসুর ডাল (অস্ট্রেলিয়া) ৬৫ থেকে ৬৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

১৫ মার্চ থেকে টিসিবির পণ্য বিক্রির স্থানগুলো হচ্ছে নগরীর ময়লাপোতা, গলতামারীর মোড়, পাওয়ার হাউজ মোড়, রূপসা ট্রাফিক মোড়, টুটপাড়া কবরখানা মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, শিববাড়ি মোড়, নিউ মার্কেট চত্বর, বয়রা বাজার মোড়, বৈকালী বাজার মোড়, লবণচরা বান্দা বাজার এবং নতুন বাজার মোড় একসঙ্গে, খালিশপুর গোল চত্বর, দৌলতপুর মীনাক্ষীর সামনে, ফুলবাড়িগেট মোড়।

এছাড়া বুধবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত্ম নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত টিসিবির আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় কেন্দ্র থেকে এসব পণ্য পাওয়া যাবে।

টিসিবির আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল মোর্শেদ জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৫ দিনব্যাপী এই বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রম শেষ হওয়ার একদিন পরেই ১ এপ্রিল থেকে রমজানের ৫টি পণ্য বিক্রি শুরু হবে। টানা এক মাস নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাকে করে পণ্য বিক্রি চলবে। পর্যায়ক্রমে পণ্য বিক্রির স্পট বাড়ানো হবে।

তিনি আরও বলেন, এবার মূল নির্দেশনা হচ্ছে রমজানকে সামনে রেখে কোনোভাবেই যেন নিত্যপ্রয়োজনীয় মূল্যের দাম না বাড়ে। জনগণ যাতে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে এজন্য এবার আগেভাগেই টিসিবি বিক্রি কার্যক্রম হাতে নিয়েছে। প্রতিটি ট্রাকে পর্যাপ্ত পণ্য দেওয়া হবে। জনগণ ঠিকমতো ট্রাক থেকে পণ্য কিনতে পারছে কি-না নজরদারির জন্য টিসিবির নিজস্ব জনবল, গোয়েন্দা সংস্থা, সাদা পোশোকে পুলিশ ও র‌্যাব মাঠে থাকবে।

টিসিবির দপ্তর পুর্নবিন্যাস : টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে থাকা ২১টি জেলাকে মোট ৩টি আঞ্চলিক কার্যালয়ে ভাগ করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ নতুন কার্যালয়ের আওতায় ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা ও যশোর জেলা থাকছে। মাদীরপুর নতুন আঞ্চলিক কার্যালয়ের আওতায় মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর ও শরিয়তপুর জেলা থাকছে। 

খুলনা কার্যালয়ের আওতায় থাকছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও নড়াইল। টিসিবির আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল মোর্শেদ জানান, সারাদেশে টিসিবির নতুন ৪টি আঞ্চলিক কার্যালয় খোলা হয়েছে। এর মধ্যে দুটি এই অঞ্চলে। এতে করে পণ্য বিতরণ ও বিক্রি কাজ আরও সহজ হবে।