- সারাদেশ
- জুতার মধ্যে মিলল ৫৬ লাখ টাকার স্বর্ণ
জুতার মধ্যে মিলল ৫৬ লাখ টাকার স্বর্ণ

জুতার মধ্যে এভাবেই লুকিয়ে রাখা হয়েছিল স্বর্ণের বার -সমকাল
ভারতে পাচারের সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ৯ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার বিকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তবর্তী রওশনের মোড় নামক স্থান তাকে আটক করা হয়।
আটকের নাম মো. মিলন মিয়া (২৮)। তিনি কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মো. ওহাব আলীর ছেলে।

বিজিবি জানায়, কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী রওশনের মোড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাকারবারী মিলন মিয়াকে আটক করা হয়। এরপর তার জুতার তলায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিস স্বর্ণের বার উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৪৭.৫ গ্রাম। যার বাজার মূল্য ৫৬ লাখ ৭ হাজার ৩৭৫ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, আটক মিলন মিয়াকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।
মন্তব্য করুন