দেশের বৃহত্তর কারতে প্রশিক্ষণ চলছে কিশোরগঞ্জের ভৈরবে। ‘আত্ম সুরক্ষা ও এডভান্স কারাতে প্রশিক্ষণ কর্মশাালা’ শিরোনামে মেয়েদেরকে সাহসী ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা অর্জনের লক্ষ্যে কিশোরগঞ্জের অন্যতম কলেজ ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের কারাতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে; প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদেরকে সাহসী করে কমশক্তিতে নানা কৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করে ইভটিজিং, নারী নির্যাতনসহ নানা সামাজিক প্রতিবন্ধতা নিজেরাই যেন দূর করতে পারে।

গেল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিকেলে সাতদিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন রফিকুল ইসলাম মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ নৌ-বাহিনীর লে. কমান্ডার ফাতেমা জেনী। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। জাপান কারাতে ইন্ডিয়ার (জে কে আই) সাতজন ভারতীয় প্রশিক্ষকের তত্ত্বাবধানে ছয় শতাধিক ছাত্রী এতে অংশ নিচ্ছেন।

কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ জানান, জাপান-ভারত কারাতের ৬ সদস্যের একটি টিম এই কলেজ পড়ুয়া মেয়েদের কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন। সপ্তাহব্যাপী প্রশিক্ষণে কলেজের বিভিন্ন শিক্ষা বর্ষের মেয়েরা অংশ নিয়েছে। মঙ্গলবার তৃতীয় দিনের মতো প্রশিক্ষণ চলছে। আগামী ১৪ মার্চ পর্যন্ত এই কারাতে প্রশিক্ষণ চলবে।

নৌ-বাহিনীর লে. কমান্ডার ফাতেমা জেনী বলেন, সমাজে নারীদেরকে কঠোর পরিশ্রম এবং দীর্ঘ সাধনার মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। রাষ্ট্র, সমাজ ও পরিবারের প্রতিটি ক্ষেত্রে নারীদের নিজের আসন পাকাপোক্ত করতে হবে। সাহস, মনোবল আর কারাতের কৌশল রপ্ত করে সুশিক্ষা গ্রহণ করে নারীদের নিজের পায়ে দাড়াঁতে হবে। তবেই নারী তার স্বপ্ন বাস্তবে রূপদান করতে পারবে।

তিনি আরও বলেন, সমাজে শুধু নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে নিজেকে দাঁড় করাতে হবে। শক্তি-সামর্থ্য, যোগ্যতায় কোনভাবেই নারী পেছনে থাকবে না। তাই আজকের নারীদের এই কারাতে প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে তারা অর্জন করবে খারাপ শক্তি প্রতিরোধের ক্ষমতা ও কৌশল।

এ প্রশিক্ষণে জাপান-ভারত কারাতে প্রশিক্ষকরা হচ্ছেন, দল প্রধান পরশ কুমার মিশ্র, সেক্রেটারি বিজয় শর্মা, চেয়ারপার্সন আশা মিশ্র, শরীরচর্চা শিক্ষক শ্রীদাম সাহা, কো-অর্ডিনেটর প্রদ্যোৎ কুমার ঘোষ, কেরাতে ইন্সট্রাক্টর লক্ষীদাস (লিন্ডা) ও কবিতা প্রজাপতি।