কুড়িগ্রামে করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনের রাখা হয়েছে। এ নিয়ে শুক্রবার জেলায় মোট ৯৭ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এরা প্রত্যেকেই সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, ইতালি, কঙ্গো, সুদান, গ্রীস ও ভারত থেকে সম্প্রতি দেশে ফিরেছেন।

নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা ৬৭ জনের মধ্যে সদরে ৪ জন, ভূরুঙ্গামারীতে ১১ জন, উলিপুরে ৫০ জন ও চিলমারীতে ২ জনকে  রাখা হয়েছে।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, হোম কোয়ারেন্টাইন থাকা সবাই সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। সংশ্লিষ্ট স্বাস্হ্য কর্মীরা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও জানান, করোনাভাইরাস মোকাবিলায় জেলার হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড স্হাপন করে ৩১টি বেড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে করোনাভাইরাসের বিষয়ে সতর্কতামূলক বার্তা ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।