জয়পুরহাটে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে জয়পুরহাট-নওগাঁ সড়কের তেঁতুলতলী এলাকায় এই দুর্ঘটনা আহত হয়েছেন আব্দুল আলীম আরও একজন।

নিহত মেহেদি হাসান জয়পুরহাট পৌর শহরের বিশ্বাসপাড়া মহল্লার তোবারক হোসেনের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহরিয়ার খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেহেদী হাসান ও আব্দুল আলীম বিভিন্ন কোম্পানির প্রসাধনি সামগ্রী নিয়ে একটি ভটভটিতে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। তেঁতুলতলী এলাকায় আসার পর নওগাঁগামী একটি ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই মেহেদী হাসান মারা যায় এবং আব্দুল আলীম আহত হন। পরে আব্দুল আলীমকে স্থানীয়রা উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।