হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আব্দুল আওয়াল (১৮) নামের এক টমটম চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সুরমা চা বাগানের কিবরিয়াবাদ সেকশন থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

আওয়াল উপজেলার বেঙ্গাডোবা গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। তার মামা শাহজাহান মিয়া জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়াল নোয়াপাড়া বেঙ্গাডোবা বাড়ি থেকে টমটম চালাতে ঘর থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার বিকেলে চা বাগানের রাখালরা কিবরিয়াবাদ সেকশনে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে আমরা গিয়ে লাশের পরিচয় শনাক্ত করি। 

তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে আওয়লকে পরিকল্পিতভাবে চা বাগানে নিয়ে খুন করা হয়েছে। এ ঘটনায় সুনিদিষ্ট ব্যক্তিদের আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছি। 

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, খুনিদের ধরতে পুলিশ ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে। শুক্রবার সকালে লাশটি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।