- সারাদেশ
- সমালোচনার মুখে কামরানের দুঃখপ্রকাশ
সমালোচনার মুখে কামরানের দুঃখপ্রকাশ
বদর উদ্দিন আহমদ কামরান -ফাইল ছবি
যুক্তরাজ্য থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থেকে জনসমাগম ও দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সমালোচনার মুখে পড়া সিলেটের সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান দুঃখপ্রকাশ করেছেন। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, সরকার বিদেশফেরতদের জন্য কোয়ারেন্টাইনে থাকার যে নির্দেশনা দিয়েছে, সেটি তিনি জানতেন না। জানলে অবশ্যই মানতেন। এমনকি বিমানবন্দরেও কেউ তাকে বিষয়টি অবহিত করেনি।
মুজিববর্ষের কর্মসূচি ও জনসমাগমে যাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এ জন্য দুঃখ প্রকাশ করে কামরান বলেন, আমি লন্ডন থেকে দেশে আসি ১৭ মার্চের জন্য। এ রকম একটি দিন আমার জীবনে আর আসবে না। আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ হিসেবে এই দিনটাকে মিস করতে চাইনি। তাই দেশে চলে আসি।
তিনি বলেন, বৃহস্পতিবার থেকে হোম কোয়ারেন্টাইনে আছি এবং নির্দিষ্ট সময় পর্যন্ত থাকব। ওই সময়কালে আর কোনো সামাজিক কিংবা রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেব না।
মন্তব্য করুন